“সমবায়ে গড়বো দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সমবায় বিভাগ,জয়পুরহাট ও স্থানীয় সমবায়ীদের যৌথ উদ্যোগে গত ০২ নভেম্বর,২০২৪, রোজ শনিবার জয়পুরহাটে ৫৩ তম জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে জয়পুরহাট সদর উপজেলা পরিষদ হতে বর্নাঢ্য সমবায় র্যালী শুরু হয়ে জেলা প্রশাসক কার্যালয়,জয়পুরহাটে শেষ হয়। জেলা প্রশাসক সম্মেলন কক্ষ,জয়পুরহাটে সমবায়ী সমাবেশ ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মহিউদ্দিন জাহাঙ্গীর,জেলা প্রশাসক,জয়পুরহাট মহোদয়। সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব বিপুল কুমার,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক),জয়পুরহাট, জনাব মোঃ রাশেদুল ইসলাম,উপজেলা নির্বাহী অফিসার,জয়পুরহাট সদর,জয়পুরহাট মহোদয় । এছাড়া উক্ত অনুষ্ঠানে উপস্থিল ছিলেন জনাব মোঃ মর্জিনা বেগম,উপজেলা সমবায় অফিসার,জয়পুরহাট সদর,জয়পুরহাট এবং অত্র দপ্তরের কর্মচারীবৃন্দ ও সমবায়ীবৃন্দ। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব এ্যাডভোকেট শাহ্ আখতারুজ্জামান বাবু,জয়পুরহাট সদর,জয়পুরহাট।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস