“সমবায়ে গড়ছি দেশ,স্মার্ট হবে বাংলাদেশ।”




Wellcome to National Portal

উপজেলা সমবায় কার্যালয় জয়পুরহাট সদর  এর তথ্য বাতায়নে আপনাকে সু-স্বাগতম। ধন্যবাদান্তে উপজেলা সমবায়  অফিসার ।

 ‘‘সমবায়ের যাদুস্পর্শে সোনার বাংলাদেশ বিনির্মাণে মূল্যবোধের চর্চা ও সমবায়ভিত্তিক সমাজ গঠন করে আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত করি’’- জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। * *রূপকল্প: টেকসই সমবায়, টেকসই উন্নয়ন। * * * অভিলক্ষ্য: সমবায়ীদের সক্ষমতা বৃদ্ধি এবং উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে কৃষি, অকৃষি, আর্থিক ও সেবা খাতে টেকসই সমবায় গড়ে তোলা। 

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
উত্তর জয়পর চলন্ত গতি মহিলা সমবায় সমিতি লিঃ এর অন্তবর্তী ব্যবস্থাপনা কমিটি গঠন
বিস্তারিত

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

উপজেলা সমবায় অফিসারের কার্যালয়

জয়পুরহাট সদর,জয়পুরহাট।

 

আদেশ নং  ২৭৭                                                                                                                তারিখঃ ০২/১০/১৯খ্রি:

           উত্তর জয়পুর চলন্ত গতি মহিলা সমবায় সমিতি লিঃ,রেজিঃ নং- ৫১৩,তারিখঃ ০৪/০৩/২০১৩ খ্রি :,গ্রাম: উত্তর জয়পুর ,পো : দরগাতলাহাট,উপজেলা : জয়পুরহাট সদর,জেলা : জয়পুরহাট। এর পূর্ববর্তী ব্যবস্থাপনা কমিটির মেয়াদ  উত্তীর্ণ হওয়ায় এবং নির্দিষ্ট মেয়াদ কালের মধ্যে ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্ঠানে ব্যর্থ হওয়ায় কমিটিতে শূন্যতা বিরাজ করছে। উক্ত শূন্যতা পূরণ ও নির্বাচনের মাধ্যমে ব্যবস্থাপনা কমিটি পুনঃগঠন কল্পে কমিটির ১৭/০৯/২০১৯খ্রি: তারিখের বিশেষ সাধারণ সভার সিদ্ধান্তক্রমে সমবায় সমিতি আইন-২০০১ (সংশোধন আইন-২০০২ ও ২০১৩) এর ১৮(৫) ধারায় অর্পিত ক্ষমতা বলে নিম্নবর্ণিত ০৩(তিন) সদস্য বিশিষ্ট অন্তবর্তী ব্যবস্থাপনা কমিটি নিয়োগ করা হ‘ল।

ক্রমিক নং

নাম ও ঠিকানা

পদবী

০১

রানী

পিতা : আজাহার, গ্রাম : উত্তর জয়পুর,ডাকঘর : দরগাতলাহাট।

উপজেলা : জয়পুরহাট সদর,জেলা : জয়পুরহাট।সদস্য নং ১২

সভাপতি

০২

কমেলা

পিতা : নছের উদ্দীন, গ্রাম : উত্তর জয়পুর,ডাকঘর : দরগাতলাহাট।

উপজেলা : জয়পুরহাট সদর,জেলা : জয়পুরহাট।সদস্য নং ৩৭

সদস্য

০৩

জালেহা

স্বামী : ইব্রাহিম,গ্রাম : উত্তর জয়পুর,ডাকঘর : দরগাতলাহাট।

উপজেলা : জয়পুরহাট সদর,জেলা : জয়পুরহাট।সদস্য নং ৬৮

সদস্য

           উপরোক্ত কমিটির মেয়াদকাল ১২০(একশত) দিন পর্যন্ত বলবৎ থাকবে। নিয়োগকৃত কমিটি নির্ধারিত সময়ের মধ্যে সমবায় সমিতি আইন-২০০১(সংশোধন আইন-২০০২ ও ২০১৩) এর ১৮(৬) ধারা মোতাবেক নির্বাচন কার্যক্রম সম্পাদন করত: নবনির্বাচিত কমিটির নিকট দায়িত্বভার হস্তান্তর করবেন। উল্লেখ্য যে, নিয়োগেকৃত অন্তবর্তী ব্যবস্থাপনা কমিটি নীতিনির্ধারনী কোন কাজ সম্পন্ন করতে পারবে না।   

 

                                                                                                স্বাক্ষরিত

                                                                                               (মোঃ সুলতান আলম)

                                                                                               উপজেলা সমবায় অফিসার

                                                                                                 জয়পুরহাট সদর,জয়পুরহাট।

 

স্মারক নং ৪৭.৬১.৩৮৪৭.০০০.৩৫.০০১.১৭- ২৭৭(১০)                                                                 তারিখ : ০২/১০/১৯খ্রি:

সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য প্রেরিত হল।

 ১। জনাব …………………………….সভাপতি/সদস্য ,অন্তর্বর্তী ব্যবস্থাপনা কমিটি, উত্তর জয়পুর চলন্ত গতি মহিলা সমবায় সমিতি লিঃ,জয়পুরহাট সদর,জয়পুরহাট। তাঁকে পূর্ববর্তী ব্যবস্থাপনা কমিটির নিকট থেকে সমিতির দায়িত্বভার বুঝে নেয়ার জন্য বলা হ‘ল।

২। জনাব ……………………………..সভাপতি,পূর্ববর্তী ব্যবস্থাপনা কমিটি, উত্তর জয়পুর  চলন্ত গতি মহিলা সমবায় সমিতি লিঃ,জয়পুরহাট সদর,জয়পুরহাট। তাঁকে নবগঠিত অর্ন্তবর্তী ব্যবস্থাপনা কমিটির নিকট সমিতির দায়িত্বভার বুঝে দেয়ার জন্য বলা হ‘ল।

৩। জেলা সমবায় অফিসার,জয়পুরহাট।

৪। অফিস কপি।

 

 

                                                                                                উপজেলা সমবায় অফিসার

                                                                                                 জয়পুরহাট সদর,জয়পুরহাট।

ডাউনলোড
প্রকাশের তারিখ
14/10/2019
আর্কাইভ তারিখ
30/10/2019

🌹সমবায় গড়ুন, সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে অংশীদার হউন।🌹 👌👌👌 নিয়মিত সঞ্চয় করি, উন্নত ভবিষ্যৎ গড়ি 🎁🎁🎁